Latest posts by Robiul Robiul (see all)
- আবার ‘মা’ হবেন কারিনা - December 14, 2019
- হাতীবান্ধায় মুক্তিযোদ্ধার পুকুর দখলের চেষ্টা আওয়ামী লীগ নেত্রীর নেতৃত্বে - December 14, 2019
- দুই বন্ধু মিলে প্রেমিকাকে ধর্ষণ! - December 14, 2019
কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ল্যাম্প শো প্রকল্পের সমাপ্তিকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় ল্যাম্প শো প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কমর্কতা মোস্তাফিার রহমান পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতা মেজবাহুল হাসান চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার রিফাত আরা খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম, মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল হাসান শিহাব,নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুকুজ্জামান, চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শামীম হোসেন বাবু, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মাফি মহিউদ্দিন , দৈনিক প্রথম ভোরের মোরসালিন প্রমুখ।
ল্যাম্প শো প্রকল্পের নীলফামারী জেলা শাখার সহকারী শাখা ব্যাবস্থাপক মাহমুদুল হক চয়ন, বলেন, ল্যাম্প শো প্রকল্প গত ২০১৬ সালের এপ্রিল মাস থেকে ২০১৯ পযর্ন্ত অসহায় গভর্বতী মায়েদের নরমাল ডেলিভারী নিয়ে নীলফামারীর ছয়টি উপজেলা কাজ করছিল। প্রকল্পটি কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের গত ৫ বছরে ১৮৯৪ জন সন্তান নরমাল ডেলিভারী সম্পন্ন করে এবং ১৪৭ জন গভর্বতী গরীব মায়েদের প্রায় ৮ লাখ টাকা সহায়তা প্রদান করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ল্যাম্প শো প্রকল্পের কিশোরগঞ্জ শাখার টেকনিক্যাল কো অডিনেটর মৃনাল কান্তি রায়, সঞ্চলনায় ছিলেন, মনিটরিং অফিসার সামছুল আলম।